ঢাকা, ০৪ এপ্রিল শুক্রবার, ২০২৫ || ২১ চৈত্র ১৪৩১
good-food
৫১৫

বাংলাদেশে সাংবাদিক নিপীড়ন বন্ধ করুন: জাতিসংঘ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০০ ২৮ মে ২০২০  

ডেস্ক নিউজ: বাংলাদেশে সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির একদল মানবাধিকার বিশেষজ্ঞ যুক্ত বিবৃতিতে বুধবার এ আহ্বান জানানোর পাশাপাশি সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া 'নিখোঁজ' সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ওপর চলমান নিপীড়ন ও এর আগে তার সন্দেহজনক গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। কাজলের আটকাদেশ ও তার বিরুদ্ধে করা মামলাগুলোর কারণে বাংলাদেশে বাক স্বাধীনতা খর্ব করতে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে বলেও তারা মন্তব্য করেন। 
জেনেভাস্থ জাতিসংঘের মানবাধিকার অফিস প্রচারিত ওই যুক্ত বিবৃতিতে বাংলাদেশে সংঘঠিত প্রতিটি গুমের ঘটনা দ্রুততার সঙ্গে তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে  বলা হয়, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মতো অনুসন্ধানী সাংবাদিককে টার্গেট করায় মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এ ধরনের নিপীড়ন গণমাধ্যমকর্মী, তাদের পরিবার এবং সার্বিকভাবে পুরো সমাজের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সমাজ, গণতন্ত্র ও জবাবদিহিতার জন্য গণমাধ্যম একটি অত্যাবশ্যকীয় উপাদান।